Wednesday , December 25 2024
Breaking News
Home / oddly / স্পেশাল খদ্দেরদের গোঁফদাড়ি কাটতে সোনার ক্ষুরের ব্যবহার, খরচ সাধ্যের মধ্যেই

স্পেশাল খদ্দেরদের গোঁফদাড়ি কাটতে সোনার ক্ষুরের ব্যবহার, খরচ সাধ্যের মধ্যেই

ভারতের পুণে সংলগ্ন পিম্পরি চিঞ্চওয়াড় শহরে অবিনাশ নামের এক নাপিত ব্য়বসা চালাতে বেছে নিয়েছেন অভিনব এক পন্থা। গোঁফদাড়ি কামাতে কিনেছেন আস্ত একটি সোনার ক্ষুর।

সেলুনের মালিক অবিনাশের কাছে প্রত্যেক খদ্দেরই ‘স্পেশাল’! এ জন্য সেলুনে আসা লোকজনের গোঁফদাড়ি কামানোর জন্য একটি ‘সোনার ক্ষুর’ কিনেছেন তিনি। ব্যবসা বাড়াতে প্রচার যে অন্যতম হাতিয়ার, তা ফের বোঝাচ্ছেন এই নাপিত। গোঁফদাড়ি কাটার কাজে আট তোলা ওজনের সোনার ক্ষুর ব্যবহার করছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবিনাশের এই অভিনব কাজ হইচই ফেলে দিয়েছে।

অবিনাশ জানিয়েছেন, প্রায় ৮০ গ্রাম ওজনের সোনার ক্ষুরটি তিনি প্রায় চার লাখ টাকা দিয়ে কিনেছেন। কিন্তু গোঁফদাড়ি কাটতে হঠাৎ কেনো সোনার ক্ষুর কিনতে গেলেন তিনি! অবিনাশের দাবি, তার সেলুনে আসা প্রতিটি খদ্দেরই ‘স্পেশাল’। এ কারণে সোনার ক্ষুর ব্যবহার করা শুরু করেছেন তিনি।

সেলুনে সোনার ক্ষুরে গোঁফদাড়ি কাটা হয়, সে কথা ঘটা করে প্রচারও করছেন অবিনাশ। সম্প্রতি সেলুন উদ্বোধনে স্থানীয় বিজেপি বিধায়ক গোপীনাথকে আমন্ত্রণ জানান তিনি। এমন প্রচারের হাতেনাতে ফলও পাচ্ছেন অবিনাশ। ধীরে ধীরে তাঁর দোকানে খদ্দের বাড়ছে।

সাংবাদিকদের কাছে অবিনাশ বলেছেন, ‘সোনার ক্ষুর দিয়ে গোঁফদাড়ি কামানোয় সাধারণ মানুষজন নিজেকে ‘স্পেশাল’ বলে মনে করবেন। যাদের বেশি টাকাপয়সা নেই, তারাও সোনার ক্ষুর দিয়ে গোঁফদাড়ি কামাতে পারবেন।’

বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী স্বর্ণখচিত ক্ষুর দ্বারা ক্ষৌড়কার্য সারতে যেকোনো ব্যক্তিকে মাত্র ১০০ রুপি খরচ করলেই হবে!

About Ibrahim Hassan

Check Also

অল্প বয়সে বিয়ে নিয়ে অভিভাবকদের যা বললেন শায়খ আহমাদুল্লাহ

জনপ্রিয় ইসলামিক বক্তা শেখ আহমদুল্লাহ তার অফিসিয়াল ফেসবুক পেজে বিভিন্ন ইসলামিক বিষয়ের উপর একটি লাইভ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *