অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত নানা কারনে প্রায় সারা-বছরই সংবাদ মাধ্যমের শিরোনামে দেখা যায় ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনিকে (Pori Moni)। গত কয়েক মাস আগেও মাদককাণ্ড নিয়ে বেশ আলোচনায় ছিলেন এই নায়িকা। তবে দিন যতই যাচ্ছে, ততই যেন আলোচনায় জড়িয়ে পড়ছেন তিনি।
আর সেই সূত্র ধরে এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী প্রচারণার (Selection of Bangladesh Film Artists Association) মধ্যেই আলোচনায় এসেছে আলোচিত চিত্রনায়িকা পরীমণির (Pori Moni) নাম। গতবারের শিল্পী সমিতির প্যানেলের সদ্যসরা পরিমণির ওপর অন্যায় করেছে বলে দাবি করেছেন চিত্রনায়ক আলমগীর। (Alamgir)
ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল (Elias Kanchan) থেকে মঙ্গলবার ২৫ জানুয়ারি সব প্রার্থীদের সঙ্গে পরিচিতি সভার ঘোষাণা দেওয়া হয়েছিল। দুপুর ৩টা পর শুরু হয় এই সভা। এই সভায় প্যানেলের পক্ষে সব সদস্যই উপস্থিত ছিলেন। ইলিয়াস কাঞ্চন-নিপুণ (Nipun Akter) প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সিনিয়র এই নায়ক। তার বক্তব্যে বলেন, ‘১৮৪ জন সদস্যকে নাকি আমরা বাদ দিয়েছি! কিন্তু উপদেষ্টা পরিষদের কাউকে কি বাদ দেওয়ার অধিকার আছে? এটা হলো কার্যনির্বাহী পরিষদের কাজ।’
প্রচারের বক্তৃতায় তিনি যোগ করেন, “আমরা যখন সাক্ষাৎকার দিই, তখন একটি উপস্থিতি পত্র থাকে। সেখানে আমরা স্বাক্ষর করেছিলাম। এখন তারা সেই চিহ্নের সঙ্গে টেম্পারিং করছে- আমরা তাদের স্বাক্ষর রেখে দিয়েছি। মিথ্যার একটা সীমা থাকা দরকার। ‘
গত বছর, সাবেক প্যানেল মাদক মামলায় পরীমনির পক্ষ নেওয়ার পরিবর্তে তার সদস্যপদ স্থগিত করে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পরীমনি আমাদের ছোট বোন। আপনারা সবাই জানেন কিছুদিন আগে তার একটা সমস্যা হয়েছিল। নানা ভোগান্তিতে পড়তে হয় তাকে। অভিযোগগুলির মধ্যে একটি ছিল বিচারের আগে তার সদস্যপদ দ্রুত স্থগিত করা। এখনো বিচার শেষ না হলে শিল্পী সমিতি পরীমনির সদস্যপদ স্থগিত করল কী করে? সেখানে বলা হয়, আমিও মতামত দিয়েছি যাতে পরীর সদস্য পদ স্থগিত করে দেওয়া হয়।। কিন্তু তখন তারা আমার কোনো মন্তব্য গ্রহণ করেনি। উল্টো আমি যা বলেছি তার বিপরীত কাজ করেছে। ‘
এর আগে গোপন তথ্যের ভিত্তিতে গত বছরের ৪ আগস্ট নিজ বাসা থেকে পরীমনিকে গ্রেপ্তার করে র্যাব। এবং গ্রেপ্তারকালে তল্লাশি চালিয়ে তারা বাসা থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য ও মদ উদ্ধার করা হয়। এরপর দীর্ঘ ২৭ দিন কারাভোগের পর ১ সেপ্টেম্বর জামিনে জেল থেকে বের হন তিনি।