স্থানীয় চক্রের সহায়তায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের বিরুদ্ধে ‘মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ’ প্রকাশের অভিযোগ করে গত ১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয় হাজার হাজার মানুষের অংশগ্রহণে পিরোজপুরের নাজিরপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সামনে থেকে বের হওয়া ওই মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের নাজিরপুর-পিরোজপুর সড়কে আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম ফরাজীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত ওই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম প্রমুখ।
আরও বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মাস্টার মো.মনিরুজ্জামান আতিয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, মাটিভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো.জাহিদুল ইসলাম বিলু, শাঁখারীকাঠী ইউপি চেয়ারম্যান মো.খালিদ হোসেন সজল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তুহিন হালদার তিমির প্রমুখ।
এ সময়ে বক্তারা জানান, দুর্নীতিমুক্ত ও জনপ্রিয় নেতা হিসেবে পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সকলের কাছে সমাদৃত। হিংসাত্মক মনোভাবসম্পন্ন একটি স্থানীয় চক্র তাঁকে বিতর্কিত করতে দৈনিক সমকাল পত্রিকায় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ প্রকাশে সহায়তা করেছে। ঘটনার প্রতিবাদে সমাবেশে অংশগ্রহণকারীরা দৈনিক সমকালকে বয়কটের সিদ্ধান্ত নেন।