সম্প্রতি শহীদ জিয়া ও খালেদা জিয়ার নাতনী জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য এবং ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে ফাঁস হওয়া ফোনালাপের জের ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবশেষে বাধ্য হয়েই মঙ্গবার (৭ ডিসেম্বর) মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন ক্ষমতাসীন দলের ব্যাপক আলোচিত তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।
পদত্যাগপত্র জমা দেওয়ার আগে মুরাদ দুপুরের দিকে ‘ক্ষমা’ চেয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন। লেখেন, ‘আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
এর ঘণ্টা তিনেক পর নিজের পোস্টে নিজেই মন্তব্য করেন মুরাদ। লেখেন, ‘ভুল করে সবাই নিজের ভুল মেনে নেয়ার সততা দেখায় না। আল্লাহ আপনাকে সঠিকভাবে ফিরিয়ে আনুন সকলের মাঝে।’
https://www.amadershomoy.com/bn/wp-content/uploads/2021/12/BeFunky-collage-1-2112071308-1.jpg
প্রশ্ন উঠেছে, মুরাদ হাসানের পেজটি আসলে কে বা কারা চালাচ্ছেন।
এদিকে নিজের করা পোস্টে নিজেই কমেন্ট করে সকলের কাছে হাসির পাত্র বনে গেছেন মুরাদ হাসান। সোশ্যাল মিডিয়ায়ও নেটিজেনদের নানা ট্রলেরও শিকার হতে হচ্ছে তাকে। এর আগেও বিরোধী দল নিয়ে নানা উসকানি মূলক বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন তিনি। তবে যাই হোক, তার পদত্যাগের খবরে যেন আনন্দের বন্যা বইছে গোটা দেশজুড়ে।