সারজিস-হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণ) ও সারজিস আলমকে (উত্তর) কারিগরি শিক্ষার্থীরা বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

সাত দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল বুধবার নগরের চৌমাথায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। ওই সময় শিক্ষার্থীরা ঘোষণা দেন, এনসিপির এই দুই শীর্ষ নেতা বরিশালে অবাঞ্ছিত।

প্রতিবেদনে জানা গেছে, সকাল ১১টা থেকে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখা হয়।

এর আগে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল করে সেখানে যোগ দেন। বিক্ষোভের নেতৃত্ব দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক মাহফুজুল আলম মিঠু।

তিনি বলেন, হাসনাত ও সারজিস কারিগরি শিক্ষার্থীদের ন্যায্য দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, তারা কখনো বরিশালে এলে প্রতিরোধের মুখে পড়বেন।

Scroll to Top