বাংলাদেশ আম জনতা পার্টির সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, আমরা দুটি ভুল করেছি। একটা হলো স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে। আর দ্বিতীয়টি হলো শহীদ না হওয়া। এখন ফোন এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে হুমকি পাচ্ছি।
আমাদের ঘরে ঘরে কাফনের কাপড় পাঠানো হচ্ছে, এই অবস্থায় আমরা আছি। আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে দেশকে বাঁচিয়েছি, কিন্তু এই রাষ্ট্র আমাকে সেই নিরাপত্তা দিচ্ছে না।
গতকাল (৩০ আগস্ট) ঢাকা মেডিকেলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সাথে দেখা করার পর ফাতিমা তাসনিম এসব কথা বলেন। তিনি আগে গণ অধিকার পরিষদের নেত্রীও ছিলেন।
ফাতিমা তাসনিম সেখান থেকে পদত্যাগ করে বাংলাদেশ আম জনতা পার্টিতে যোগ দেন।
এ সময় সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল গক নুরের ওপর হামলার প্রতিবাদ জানান তিনি। ফাতিমা তাসনীম বলেন, ‘এই নুরের রক্তের ওপর এই সরকার বসে আছে। এ ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে বিচার দাবি জানিয়েছেন তিনি।
নুর সাহসের বাতিঘর, প্রতিটি ঘরে ঘরে আছে। নুরের কাছে সাহসী উদ্যম পেয়ে এখন আমজনগণ পার্টি নেতৃত্ব দিচ্ছি, যোগ করেন ফাতিমা।
দেশে কোনও বিদেশী ষড়যন্ত্র প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। একই সঙ্গে পতিত স্বৈরাচার সরকারকে ফিরিয়ে আনতে চাইলে আবার একটি জুলাই আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফাতিমা তাসনীম।



