গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক দলের (এনসিপি) দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ভারতের প্রত্যক্ষ মদদে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নুর ভাই।
শুক্রবার রাত ১১:২০ মিনিটে তিনি তার যাচাইকৃত ফেসবুক আইডিতে এই প্রতিক্রিয়া জানিয়েছেন।
হাসনাত আবদুল্লাহ তার স্ট্যাটাসে লিখেছেন, ‘শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে, যে পরিকল্পনা আমি ১১ মার্চ প্রকাশ করে দেই। সেই পুনর্বাসন ভেস্তে গেলেও ওরা থামেনি। সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে।’
তিনি লিখেছেন, “ভারতের সরাসরি সমর্থনে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে সমর্থন করার এই খেলায় আমাদের ভাই নূর প্রথম রক্ত দিয়েছেন।” এখন যদি আমরা নুরুল হক নূরের উপর এই জঘন্য আক্রমণের প্রতিবাদ করতে না পারি, যদি জাতীয় পার্টির মাধ্যমে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার এই প্রচেষ্টা প্রতিহত করতে না পারি, তাহলে বাংলাদেশ আবার নূর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে উঠবে।’
এনসিপি নেতা বলেন, ‘আমরা নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না। ভারতের নির্দেশে বিপ্লবীদের রক্তপাত করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার এই প্রচেষ্টা সফল হতে দেব না।’



