নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে গণতন্ত্রের পথ ঝুঁকিমুক্ত নয়। কারণ পতনশীল স্বৈরাচারী সরকারের মতো বর্তমানেও বিএনপিকে বাধাগ্রস্ত করার প্রবণতা রয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর আইইবি অডিটোরিয়ামে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে ‘জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এখনই নির্বাচন হলে দেশের মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করবে। তাই বিএনপির বিজয় ঠেকাতে নানামুখী প্রচেষ্টা চালানো হচ্ছে।

Scroll to Top