‘ফজলুর রহমান সাহেব আপনার মুখ সামলিয়ে কথা বলা উচিত’: নুরুল ইসলাম বুলবুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, তিনি ফ্যাসিবাদী ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামোর অন্যতম সংগঠক।

রোববার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “ফজলুর রহমান সাহেব, আপনার মুখ সামলে কথা বলা উচিত। আপনাদের মতো সিনিয়র রাজনীতিবিদের সৌজন্য ও ভদ্রতা যদি এই পর্যায়ে নেমে যায়, তাহলে তরুণ প্রজন্ম আপনাদের কাছ থেকে কী শিখবে? আপনার বয়স হয়েছে অনেক, হয়তো মানসিক ভারসাম্য হারাচ্ছেন। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে আপনি আরও অসহিষ্ণু হয়ে উঠেছেন।”

তিনি আরও বলেন, “আপনি সমন্বয়কদের গালি দেন, এনসিপিকে গালি দেন, ছাত্রশিবিরকে গালি দেন—যা ইচ্ছা তাই বলেন। যাদের জীবন ও রক্তের বিনিময়ে আপনি কথা বলার সুযোগ পেয়েছেন, তাদের বিরুদ্ধেই সারাক্ষণ বিষোদগার করেন। অশ্লীল ও অসৌজন্যমূলক কথাবার্তা বলে চলেছেন—এই অধিকার আপনাকে কে দিয়েছে?”

নুরুল ইসলাম বুলবুল অভিযোগ করেন, ফজলুর রহমান দল পরিবর্তন করে বিএনপিতে এলেও তার ফ্যাসিবাদী চরিত্র ও মানসিকতায় কোনো পরিবর্তন হয়নি। তিনি রাজনৈতিক শিষ্টাচার নষ্ট করছেন এবং অসৌজন্যতা ও অসভ্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন।

তার ভাষায়, “পুরনো বস্তাপচা চিন্তাধারার ব্যবসায়ীদের নতুন বাংলাদেশের রাজনীতিতে জায়গা হবে না। জুলাইয়ের গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে ছাত্র ও জনতা ফ্যাসিবাদ এবং তার দোসরদের প্রতিহত করবেই।”

Scroll to Top