২৪ ঘণ্টা পর নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার,বেরিয়ে এলো চঞ্চল্যকর তথ্য

সিলেটের গোয়াইনঘাটে ভারত থেকে আসা চোরাই পণ্য ও চোরাকারবারিদের আটক করার অভিযানে নৌকা ডুবে নিখোঁজ হওয়া বিজিবি সদস্য সিপাহী মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে, নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি এবং স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, মাসুম বিল্লাহ ৪৮ বিজিবি ব্যাটালিয়নের সোনারহাট ক্যাম্পের সৈনিক ছিলেন। গত শনিবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং এলাকার ইছামতি নদীতে ভারত থেকে আসা পণ্যবাহী একটি নৌকা থামানোর সময় দুটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা আরেক বিজিবি সদস্য এবং নৌকার মাঝি সাঁতরে নিরাপদে তীরে উঠতে পারলেও মাসুম বিল্লাহ পানিতে ডুবে যান। স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি।

আজ বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় গোয়াইনঘাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Scroll to Top