ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে এক চীনা নাগরিকের আর্তচিৎকার ও কান্নার একটি ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ উঠেছে, তার মোবাইল ফোন ছিনতাই হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই বিদেশি ব্যক্তি স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটু গেড়ে বসে ট্রেনের ছাদে থাকা কিছু মানুষের সঙ্গে কথা বলছেন। এ সময় তার আশপাশে অনেক মানুষ জড়ো হয়।
ভিডিওটি দেখে নেটিজেনরা সমালোচনামূলক মন্তব্য করেছেন এবং অনেকেই পুলিশকে মোবাইলটি উদ্ধারের আহ্বান জানিয়েছেন।
রোববার (১০ আগস্ট) গণমাধ্যমকে ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, শনিবার (৯ আগস্ট) ঘটে যাওয়া এ ঘটনায় পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।
ওসি আরও বলেন, ওই চীনা নাগরিক প্রায়ই ব্লগের কন্টেন্ট তৈরির জন্য ট্রেনের ছাদে যাতায়াত করতেন, যদিও এ বিষয়ে তাকে বারবার সতর্ক করা হয়েছিল। শনিবার ট্রেনের ছাদে ভিডিও ধারণ করার সময় তার মোবাইল ফোন ছিনতাই হয়। পরে তিনি নিচে নেমে মোবাইল ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেন। এই ঘটনাটিই পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
জয়নাল আবেদীন জানান, চোরকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তবে ভুক্তভোগী কোনো অভিযোগ না করায় তার সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ভুক্তভোগী যদি পুলিশের সঙ্গে যোগাযোগ করতেন, তাহলে মোবাইল উদ্ধারের কাজ আরও সহজ হতো।

