আমরা জনগণের সঙ্গে বোঝাপড়া করব: জয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগের যেকোনো ক্ষমা চাওয়া বা অনুশোচনা জনগণের কাছে। “আমরা জনগণের সঙ্গে বোঝাপড়া করব। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল হিসেবে আমাদের দল বারবার জনগণের কাছে ফিরে যাবে, কোনো বিদেশি বা এনজিওভিত্তিক গোষ্ঠীর কাছে নয়।

শনিবার (৯ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের একটি প্রতিবেদন শেয়ার করে জয় মন্তব্য করেন, “আওয়ামী লীগ জনগণের দল, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল। আওয়ামী লীগ বারবার জনগণের কাছে ফিরে যাবে।”

এর আগে ডয়চে ভেলের প্রতিবেদনে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে উদ্ধৃত করে বলা হয়, ৫ আগস্টের ঘটনার বিষয়ে যদি কোনো ক্ষমা চাওয়া বা অনুশোচনার প্রয়োজন হয়, তবে তা আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে নিরসন করবে। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি বিবেচনা করা হবে।

সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত প্রশ্ন করেন, “গত এক বছরে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা কি অনুশোচনা প্রকাশ করেছে?”

ওই সময়ের (৫ আগস্ট কেন্দ্রিক) হত্যার বিচারের জন্য স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘যারা আমাদের ক্ষমা চাওয়ার কথা বলছে, তারা এক গোষ্ঠী হত্যাকারীকে দায়মুক্তি দিয়েছে। যারা মব সন্ত্রাস করল, ঘরে ঘরে ঢুকে হত্যা করলো, তার জবাব কে দেবে?’

আপনাদের যদি জনভিত্তি থাকতো তাহলেতো দেশের মানুষ আপনাদের পক্ষে থাকত, তা তো হয়নি- এমন প্রশ্নের জবাবে আরাফাত বলেন, ‘এর জবাব আপনারা কয়েকদিন পরে পাবেন৷ এখানে জঙ্গি, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক শক্তিকে যুক্ত করা হয়েছে। সাম্রাজ্যবাদী শক্তির টাকা ঢালা হয়েছে, পরিকল্পিতভাবে মানুষের মন বিষিয়ে তোলা হয়েছে। এক বছরের মাথায় দেশের বেশিরভাগ মানুষ বুঝতে পেরেছে, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে।’

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ হত্যা করে ক্ষমতায় থাকতে পারত, কিন্তু তা করেনি। আওয়ামী লীগ চাইনি আরও মানুষ নিহত হোক, তাই ক্ষমতা ছেড়ে দিয়েছে। আওয়ামী লীগ জনগণের দল।”

আরাফাত আরও বলেন, “মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল হিসেবে আওয়ামী লীগ বারবার জনগণের কাছে ফিরে যাবে। ক্ষমা চাওয়া বা অনুশোচনার সব বিষয়ই জনগণের সঙ্গে হবে, কোনো এনজিওনির্ভর গোষ্ঠীর সঙ্গে নয়।”

Scroll to Top