বিএনপি নেতার দেওয়া সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন তারেক রহমান

“জুলাই ডাক্তারদের গল্প” শীর্ষক আয়োজনে ২ আগস্ট, শহীদ ডা. সাজিব সরকারের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তাঁর মা’র জন্য একটি অক্সিজেন কনসেনট্রেটরের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তাঁর বাবা হালিম সরকার। এই আয়োজনটি ছিল ‘জুলাই উদ্যোগ’-এর অংশ হিসেবে।

এই বিষয়টি অনুষ্ঠানটির প্রধান অতিথি ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামের নজরে আসে। অনুষ্ঠানের সময়ই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেন এবং তিন দিনের মধ্যে অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহের প্রতিশ্রুতি দেন।

উক্ত প্রতিশ্রুতি সময়ের আগেই বাস্তবায়ন করে, সোমবার ৪ আগস্ট, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে শহীদ ডা. সাজিবের পিতার হাতে অক্সিজেন কনসেনট্রেটরটি হস্তান্তর করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে।

এর আগে, চলতি বছরের ২৯ মার্চ, তারেক রহমানের নির্দেশনায় ডা. রফিকুল ইসলাম একটি অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ করেছিলেন সাজিবের মায়ের জন্য। তবে একটি যন্ত্রে পূর্ণ চিকিৎসা নিশ্চিত না হওয়ায় দ্বিতীয় ইউনিটটি অতীব জরুরি হয়ে পড়ে।

যন্ত্রটি হস্তান্তরের সময় সংক্ষিপ্ত বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বলেন, “বিএনপি এমন একটি দল যারা কথা দিলে তা পালন করে। সাজিবের মায়ের প্রয়োজন শুনেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দেন। আমরা তাঁর দ্রুত সাড়া দেয়ার জন্য কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের শহীদদের পরিবারগুলোর অনেকেই অভিযোগ করেন, তাঁরা উপেক্ষিত। আমরা সব সময় তাঁদের পাশে থাকার চেষ্টা করি এবং করবো।”

অনুষ্ঠানে তিনি শহীদ সাজিবের মা-বাবার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সমগ্র জিয়া পরিবারের জন্য দোয়া কামনাও করেন।

ডা. সাজিবের বাবা এই দুঃসময়ে পাশে থাকার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Scroll to Top