Friday , September 20 2024
Breaking News
Home / Entertainment / ৩-৪ দিন ধরে শরীর ভালো নেই, এখন তো একটু ভয় লাগে: সালমান

৩-৪ দিন ধরে শরীর ভালো নেই, এখন তো একটু ভয় লাগে: সালমান

বলিউডের মেঘা সুপারষ্টার সালমান। ইন্ডাষ্ট্রির শীর্ষ এবং জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন তিনি। তিনি ৩ দশক ধরে বলিউড ইন্ডাষ্ট্রিতে কাজ করছেন। এবং তিনি অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। তার অভিনীত সিনেমা গুলো দর্শক মাঝে বেশ প্রসংসিত হয়েছে। বর্তমান সময়ে তার অভিনীত নতুন একটি সিনেমা প্রকাশিত হয়েছে। এই সিনেমা এবং বর্তমান দিনকাল প্রসঙ্গে বেশ কিছু কথোপকথন হলো তার সঙ্গে।

মেহেবুব স্টুডিওতে রাত তখন প্রায় ৯টা। ট্রিম করা দাড়িতে নতুন লুকে সালমান। পরনে জিনস, গেরুয়া টি-শার্ট আর তার ওপরে চেক শার্ট। মেহেবুব স্টুডিওতে সালমান খানের মুখোমুখি হলেন মুম্বাই প্রতিনিধি। উপলক্ষ,ভাইজানের নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। অ্যাকশনধর্মী এই ছবিতে সালমানের সঙ্গে আছেন তাঁর ভগ্নিপতি আয়ুশ শর্মা। পর্দায় বোনজামাই-শ্যালকের রসায়ন দেখতে তাই উদগ্রীব হয়ে আছেন সালমানপ্রেমীরা। শুরুতে এই ছবির সরদার চরিত্রটি অন্য কাউকে দিয়ে করাতে চেয়েছিলেন সালমান, ‘এই ছবির প্লট আর সরদারের চরিত্রটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তবে শুরুতে আমি করতে চাইনি। আমি এর জন্য দু-একজন অভিনেতাকে ফোন করেছিলাম। পরে ভাবলাম যে আমারই যখন এই ছবির গল্প আর চরিত্র এতটা পছন্দ, তখন আমারই করা উচিত। অন্যের মুখাপেক্ষী হওয়ার কী প্রয়োজন।’

ক/রো/নার তাণ্ডব কাটিয়ে জনজীবন অনেকটা স্বাভাবিক হয়েছে। অধিকাংশ সিনেমা হল খুলে গেছে। কিন্তু করোনার সময়ে ওটিটির দাপটের জন্য সিনেমা হলগুলোর অস্তিত্ব বিপন্ন হতে পারে বলে অনেকে আশঙ্কা করেছিলেন। তবে সম্প্রতি বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের ছবি ‘সূর্যবংশী’ তা ভুল প্রমাণিত করেছে। ছবিটি রীতিমতো বক্স অফিস কাঁপিয়েছে। তাহলে কি থিয়েটার আবার স্বমহিমায় ফিরে এসেছে, এই প্রশ্নের জবাবে সালমান বলেন, ‘আমাদের দেশের থিয়েটার কখনোই বন্ধ হতে পারে না। কারণ, আমাদের কাছে বিনোদনের বিকল্প কিছু নেই। এই যেমন ধরুন, বিদেশে অনেক কিছু আছে। কম খরচ করে সপরিবার আউটিং করার জন্য সিনেমা হল দারুণ ঠিকানা। বড় পর্দায় ভিজ্যুয়াল আর সাউন্ড এফেক্টের মধ্যে হিরোদের দেখার মজাই আলাদা। আর সে মজা মোবাইলে আর ল্যাপটপে নেই।’ শ কোটির ক্লাবে সদস্য হওয়ার চাপ অনুভব করছেন কি না, এ প্রসঙ্গে এই বলিউড তারকা বলেন, ‘আমি আমার এই ছবি অনেক চিন্তাভাবনা করে অনেক যত্নের সঙ্গে নির্মাণ করেছি। পাপাকে (চিত্রনাট্যকার সেলিম খান) দেখিয়েছি, তাঁর ভালো লেগেছে। আর তিনি বলেছেন যে ও (আয়ুশ) ভালো কাজ করেছে। কোনো ছবি যদি আপনি পরিশ্রমের সঙ্গে বানান আর পরিবারের তা পছন্দ হয়, তাহলে খুব ভালো লাগে। ছবি নির্মাণের ক্ষেত্রে পাপার মতামত নেওয়া হয়েছিল। আর তাঁর পরামর্শমতো ছবিটি আরও ভালো করার জন্য কাটছাঁট করা হয়েছে। এখন দর্শকের এই ছবি পছন্দ হলে আমাদের পরিশ্রম সার্থক হবে।’

‘অন্তিম’ ছবিটি পরিচালনা করেছেন পরিচালক আর অভিনেতা মহেশ মঞ্জরেকর। মহেশ মঞ্জরেকরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে সালমান বলেন, ‘ও তো দারুণ ছেলে। ওর সঙ্গে জড়িয়ে সব অনুভূতিই বিশেষ। অভিনেতা, পরিচালক, লেখকের পাশাপাশি ও ভালো গায়ক আর চিত্রশিল্পী।’ সময়ে অসময়ে সালমান নিজেও ক্যানভাসে রংতুলির আঁচড় কাটেন। আঁকাআঁকি করতে বিশেষ ভালোবাসেন ভাইজান। সম্প্রতি তাঁর নতুন সৃষ্টির প্রসঙ্গে সালমান বলেন, ‘লকডাউনে অনেক সময় পেয়েছিলাম। তবে ওই সময়ে কিছু পেন্টিং করিনি। পরে বেশ কিছু পেন্টিং করেছি। সব মিলিয়ে ৩৬টির মতো পেন্টিং করেছি। আবুধাবিতে ছবি প্রদর্শন করার পরিকল্পনা আছে।’ সালশেষে উঠে আসে সালমান খানের আগামী ছবি ‘টাইগার থ্রি’র প্রসঙ্গ। এই ছবির শুটিংয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘ধুলাবালু-মাটির মধ্যে “টাইগার” ছবির শুটিং করেছি। তখন কিছু বুঝতে পারিনি। তবে শুটিং শেষ হওয়ার পর ধুলা-মাটির জন্য কাশি আর নাক থেকে জল গড়াচ্ছে। তিন-চার দিন ধরে শরীর বিশেষ ভালো নেই। এখন তো একটু কাশি হলেই ভয় লাগে।’

সালমানের নতুন সিনেমা প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের কর্মকান্ড নিয়ে বেশ হতবাক হয়েছে তিনি। কিছু ভক্ত-অনুরাগী তরা প্রকাশিত সিনেমার পোষ্টার দুধ দিয়ে ধুঁয়েছে। এতে বেশ ক্ষিপ্ত হয়েছে। এবং ভক্ত-অনুরাগীদের কড়া বার্তা দিয়ে জানিয়েছেন এমন সম্মাননা চান না তিনি। এবং পোষ্টার দুধ দিয়ে না ধুঁয়ে অসহায় বাচ্চাদের দুধ দিতে পারেন এমনটা বলে জানিয়েছেন তিনি।

About

Check Also

অবশেষে তারেক রহমানের সঙ্গে মৌসুমীর সেই আলোচিত ছবি নিয়ে মুখ খুললেন ওমর সানী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের সঙ্গে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *