এইমাত্র পাওয়া: আবারও প্রশিক্ষণ বিমান বি’ধস্ত, জানা গেল এখন পর্যন্ত নিহতের সংখ্যা

উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় দেশটির বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। নিহতরা দুজনেই সেনা কর্মকর্তা ছিলেন। মঙ্গলবার এক বিবৃতিতে মরক্কোর সামরিক বাহিনী রয়েল আর্মড ফোর্স এ তথ্য জানিয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার, মরক্কোর উত্তরাঞ্চলে ফেজ-সাইস বিমানবন্দরে। রয়েল আর্মড ফোর্সের বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল একটি আলফা জেট ট্রেইনার, যা সাধারণত নবীন বিমান বাহিনী কর্মকর্তাদের প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হয়। রুটিন প্রশিক্ষণ মিশনের অংশ হিসেবে এদিন বিমানটি উড়ছিলেন দুই নবীন পাইলট।

উড্ডয়নের সময় কোনো ত্রুটি দেখা যায়নি, তবে অবতরণের সময় রানওয়েতে পৌঁছানোর আগেই বিমানটি বিধ্বস্ত হয় এবং ঘটনাস্থলেই পাইলট ও সহ-পাইলট নিহত হন।

এই দুর্ঘটনায় অন্য কেউ হতাহত হয়েছেন বলে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও পরিষ্কার নয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ শুরু করে দিয়েছে।

এরআগে, গত ২১ জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন নামে একটি স্কুলের ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটে বিস্ফোরণ এবং আগুন ছড়িয়ে পড়ে। এতে ৩৪ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন স্কুলের শিক্ষার্থী।

Scroll to Top