গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম জ্যোতিকে (৩২) উদ্ধারে চলমান অভিযানের সময় ফায়ার সার্ভিসের সদস্যদের ওপর হামলার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে উদ্ধারকর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং সোমবার সন্ধ্যা ৭টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম দিনের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জ্যোতির আত্মীয়স্বজন ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন, ফলে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর পুলিশের অনুরোধে তারা অবরোধ তুলে নেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সন্ধ্যায় উদ্ধার কার্যক্রম চলাকালে টঙ্গীর এরশাদনগর এলাকায় এক নারী স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা সৃষ্টি ও বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে উত্তেজিত জনতা টঙ্গী ফায়ার সার্ভিসের আপৎকালীন কর্মী এবং পাঁচ সদস্যের ডুবুরি দলের ওপর হামলার চেষ্টা চালায়। তবে ওই উসকানিমূলক ঘটনার সঙ্গে জড়িত নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম আজকের পত্রিকাকে বলেন, “স্থানীয়রা মব গঠন করে আমাদের কর্মীদের ওপর হামলার চেষ্টা করেন। আমরা উদ্ধারকারী দলকে নিরাপদে সরিয়ে নিই এবং সন্ধ্যা ৭টায় আজকের মতো উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করি। আগামীকাল (মঙ্গলবার) যদি সেনাবাহিনী আমাদের সহায়তা করে, তাহলে অভিযান আবার শুরু করব।”
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মব গঠনের কোনো তথ্য আমাদের জানানো হয়নি। জানানো হলে অতিরিক্ত পুলিশ পাঠানো হতো।”

