একে মারো, ওকে ধরো, তাকে ছেড়ে দাও’ পুলিশের ওপর চাপ দিচ্ছে কারা?,ভেতরের কথা ফাঁস করলেন মোস্তফা ফিরোজ

জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ জানিয়েছেন, ‘সমন্বয়ক’ পরিচয়ে কিছু ব্যক্তি এমন চাপ সৃষ্টি করছে যে, পুলিশ সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছে না। সম্প্রতি এক ফেসবুক ভিডিওতে তিনি এই মন্তব্য করেন।

মোস্তফা ফিরোজ বলেন, “আমি কারও নাম বলব না, তবে রাজধানীর একটি থানার ওসি আমাকে বলেছেন— ভাই, আমরা কোনো কাজ করতে পারছি না। সন্ধ্যার পর থেকেই কিছু তরুণ ‘সমন্বয়ক’ পরিচয়ে এমনভাবে চাপ সৃষ্টি করে, তারা নানা তদবির করে— একে মারো, ওকে ধরো, তাকে ছেড়ে দাও— এইভাবে চাপ দেয়।”

তিনি আরও বলেন, “আমরা ঠিকভাবে কাজ করতে পারি না। তারা একের পর এক ফোন করে, আর যদি ফোন না ধরি, তাহলে দলবল নিয়ে থানায় চলে আসে।”
ঢাকার বাইরে সিরাজগঞ্জের একটি থানার ওসিও একই কথা বলেছেন বলে জানান মোস্তফা ফিরোজ।

Scroll to Top