দগ্ধ শরীর নিয়ে ২০ শিশুকে বাঁচিয়ে সেই শিক্ষিকাও না ফেরার দেশে

শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করলেন মাইলস্টোন স্কুলের শিক্ষিকা। রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় যখন সর্বত্র শোকের ছায়া, তখন ওই দুর্ঘটনার ভয়াল মুহূর্তে শিক্ষিকা মাহেরীন চৌধুরীর আত্মত্যাগ সবার হৃদয় কাঁপিয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে দুর্ঘটনার পর তিনি অন্তত ২০ জন শিক্ষার্থীকে আগুন ও ধোঁয়ার ভয়াল থাবা থেকে উদ্ধার করেন। আতঙ্কিত শিশুদের দ্রুত সরিয়ে নিতে গিয়ে তিনি নিজেই আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীরা জানান, বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ভবনে আগুন ধরে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু সাহসী শিক্ষক মাহেরীন ধোঁয়া আর আগুন উপেক্ষা করে ছোট ছোট শিশুদের বের করে আনেন, যাদের মধ্যে অনেকে অক্ষত অবস্থায় বেঁচে যায়।

একজন অভিভাবক জানান, “ম্যাডাম অনেক ভালো ছিলেন। সেনাবাহিনী আমাদের জানিয়েছে, তার কারণে অন্তত ২০ জন শিক্ষার্থী নতুন জীবন পেয়েছে।”

সরকার এই মর্মান্তিক দুর্ঘটনায় এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং ১৭১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে অনেকেই বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন প্রক্রিয়াধীন।

Scroll to Top