চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে স্থানীয় তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাতে উপজেলার বাঁকা ও হাসাদহ ইউনিয়নে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাঁকা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিন্টু (৪৫), একই ওয়ার্ডের সহ-সভাপতি মো. আবু তালেব (৫৮) এবং হাসাদহ ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শুকুর আলী (৫৪)।
জানা গেছে, জীবননগর থানার একটি নাশকতার মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ রাতভর অভিযান চালিয়ে নিজ নিজ এলাকায় অবস্থানকালে তিনজনকে গ্রেপ্তার করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় অভিযুক্ত তিন নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।



