সিদ্ধান্ত পাল্টে ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

শফিকুল আলম জানান, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। ভোটের আগে ও পরে সম্ভাব্য সহিংসতা ঠেকাতে সজাগ থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। এজন্য ডিসি, এসপি, ওসি ও ইউএনওদের মধ্যে প্রয়োজনীয় রদবদলের কথাও আলোচনায় এসেছে।

তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে ৮ লাখ সদস্যের একটি শক্তিশালী আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে। তাদের প্রশিক্ষণ কার্যক্রম ডিসেম্বরের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি আগামী মাসগুলোতে নিরাপত্তা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

Scroll to Top