শেষ রক্ষা হলো না ছাত্রলীগের সহসভাপতির

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রাক্তন সহ-সভাপতি ও উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৭:৩০ মিনিটে উপজেলা পরিষদের সামনের তার অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, মুন্না সর্বশেষ কেন্দ্রীয় আওয়ামী লীগ যুব ক্রীড়া উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক জানান, রানীশংকৈল উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আজম মুন্নাকে সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে তাকে কারাগারে পাঠানো হবে।

Scroll to Top