Sunday , November 24 2024
Breaking News
Home / National / বাংলায় লি‌খে‌ছি ব‌লে কাউন্টার থে‌কে চেক‌টি ফেরত দি‌য়ে‌ছে, কোন দে‌শে আছি : মন্ত্রী

বাংলায় লি‌খে‌ছি ব‌লে কাউন্টার থে‌কে চেক‌টি ফেরত দি‌য়ে‌ছে, কোন দে‌শে আছি : মন্ত্রী

বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে সোশ্যাল মাধ্যম ফেসবুকে তার দেয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র শুরু হয়েছে ব্যাপক শোরগোল। যেখানে চেক সংক্রান্ত একটি বিষয় নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

পাঠকদের উদ্দেশ্যে মোস্তাফা জব্বারের হুবহু তুলে ধরা হলো-

‘মন চাইছে আত্মহত‌্যা ক‌রি। এক‌টি চে‌কে আমি ডি‌সেম্বর বাংলায় লি‌খে‌ছি ব‌লে কাউন্টার থে‌কে চেক‌টি ফেরত দি‌য়ে‌ছে। কোন দে‌শে আছি’

যদিও সে পোস্টের কমেন্টস বক্সেই আপডেট জানিয়েছেন মন্ত্রী মোস্তাফা জব্বার নিজেই। লিখেছেন, আপনারা অনেকেই আমার দুর্দশায় সংহতি প্রকাশ করেছেন। ধন্যবাদ। কেউ কেউ হা হা করেছেন-তাহারা “কাহার জন্ম নির্ণয় না জানি”। সুখবর হলো অবশেষে চাপে পড়ে চেকটির কোনো পরিবর্তন ছাড়াই টাকা দেওয়া হয়েছে ও ব্যাংক কর্তৃপক্ষ ভুলের জন্য ক্ষমা চেয়েছে। তারা জানিয়েছে, আর কখনো এমন ভুল বা বাংলা হরফ নিয়ে কোনো বিভ্রান্তি হবে না।

মন্ত্রী আরও জানান, ব‌্যা‌ংকের নিয়‌মে বাংলা বি‌রোধিতার কিছু নেই। এটা ওই শাখার কিছু লো‌কের মান‌সিকতা। কেউ এমন অবস্থায় পড়‌লে অবশ‌্যই প্রতিবাদ কর‌বেন। আমি পাশে আছি।

এদিকে মন্ত্রী মোস্তাফা জব্বারের এই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ছড়িয়ে পড়ার পরপরই ব্যাপক ভাইরাল হতে দেখা যায়। যেখানে মাত্র ১ ঘন্টার মধ্যে পাঁচ শতাধিক শেয়ার ও মন্তব্য হয়েছে। বিষয়টি অনেক দুখজনক বলে মন্তব্য করেছেন নেটিজেনদের অনেকেই।

About

Check Also

যুক্তরাষ্ট্রের কাছে সেন্টমার্টিন লিজ দেওয়ার বিষয়ে যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস উইং

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়েছে যে অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিন দ্বীপকে লিজ দিচ্ছে। তবে প্রধান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *