নতুন রহস্য! কবর থেকে তোলা হলো তানজিন তিশার সহকারীর লাশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে দীর্ঘ ৭ মাস পর কবর থেকে তোলা হয়েছে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সহকারী এবং বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আলামিনের মরদেহ। সোমবার (১০ মার্চ) দুপুরে শ্রীনগর উপজেলার বালাসুর কাশেমনগর কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়।

আলামিন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সহকারী হিসেবে কাজ করতেন। নিহতের মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ, উত্তরা পশ্চিম থানা ও শ্রীনগর থানা পুলিশের কর্মকর্তারা।

পরিবারের বরাতে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই ঢাকার উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হন আলামিন। আহত অবস্থায় তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে ময়নাতদন্ত ছাড়াই পরদিন ২০ জুলাই তার নিজ গ্রামে, শ্রীনগরের কাশেমনগর কবরস্থানে দাফন করা হয়।

প্রায় চার মাস পর, ডিসেম্বরে নিহতের বড় ভাই বাদল খলিফা উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। এরপর আলামিনের বাবা আইয়ুব খলিফার সম্মতিতে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা শাহীন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ সময় শ্রীনগর উপজেলা মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ ইব্রাহীমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বদলেছে ফিতরার হার, এবার ফিতরার সর্বনিম্ন ও সর্বোচ্চ হার ঘোষণা

এ বছর রমজানে বাংলাদেশে ফিতরার সর্বনিম্ন হার জনপ্রতি ১১০ টাকা এবং সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় ১৪৪৬ হিজরি সনের জন্য এই হার নির্ধারণ করা হয়।

গত বছরের তুলনায় এবারের ফিতরার পরিমাণ কিছুটা কমেছে। ১৪৪৫ হিজরিতে সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা, আর সর্বোচ্চ ছিল ২৯৭০ টাকা।

সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক। এতে ফিতরা নির্ধারণ কমিটির অন্যান্য সদস্য এবং বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।

সভা শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের সঙ্গে কথা বলে ফিতরার হার সম্পর্কে বিস্তারিত তথ্য জানান।