যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রথম বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জয়শঙ্কর। বুধবার (২২ জানুয়ারি) ওয়াশিংটনে দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য দেন।
তবে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা ঠিক কী নিয়ে হয়েছিল, তা নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি জয়শঙ্কর।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআই’র প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জয়শঙ্কর। শপথ অনুষ্ঠান শেষে তিনি মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে পৃথক বৈঠক করেন।
এছাড়াও, জয়শঙ্কর যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে গঠিত চার দেশীয় জোট কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন।
সংবাদ সম্মেলনে জয়শঙ্করের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না। এ প্রসঙ্গে তিনি সংক্ষেপে বলেন, “হ্যাঁ, বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত বলা সমীচীন হবে না।”
যুক্তরাষ্ট্র ও ভারতের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে জয়শঙ্কর আরও বলেন, ট্রাম্প প্রশাসন দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। ভারতের উপস্থিতি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে চাওয়া এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি নতুন প্রশাসনের স্পষ্ট অবস্থানকে নির্দেশ করে।

