আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ এবং তার পরিবারের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদকের তথ্যমতে, আবদুস সোবহান গোলাপ, তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা সম্পদ ক্রোকের তালিকায় আছে মিরপুরের একটি পাঁচতলা বাড়ি। এর বাইরে আমেরিকার ৯টি স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেয়া হয়েছে। এর মধ্যে ৮টি হলো- সিঙ্গেল রেসিডেনসিয়াল কন্ডো ইউনিট। আরেকটি ডুয়েল ফ্যামিলি ইউনিট। এর বাইরে আবদুস সোবহান গোলাপ, তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
এর আগে গত ২ অক্টোবর আদালত আবদুস সোবহান গোলাপের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। দুদক জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অর্থ পাচার এবং সম্পত্তি কেনার অভিযোগে আবদুস সোবহানের বিরুদ্ধে তদন্ত চলছে। তার নামে বিপুল সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে। উল্লেখ্য, তিনি গত বছরের ২৫ আগস্ট গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
অন্যদিকে, সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, তার স্ত্রী সাঈদা হাকিম এবং ছেলে আশিক মাহমুদের ব্যাংক হিসাবও আদালতের নির্দেশে অবরুদ্ধ করা হয়েছে। দুদকের তদন্তে জানা গেছে, তাদের ব্যাংক হিসাবগুলোতে মোট ১৪ কোটি ২৫ লাখ টাকা জমা রয়েছে। এর মধ্যে জিল্লুল হাকিমের ১৯টি ব্যাংক হিসাবে ১২ কোটি ৩৬ লাখ, তার স্ত্রীর ৬টি ব্যাংক হিসাবে ১ কোটি ২৫ লাখ, এবং তার ছেলের একটি ব্যাংক হিসাবে ২ লাখ ৭০ হাজার টাকা জমা রয়েছে।
দুদক দাবি করেছে, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এই বিপুল সম্পদ অর্জিত হয়েছে। আদালত তাদের সব সম্পদের উৎস সম্পর্কে বিস্তারিত অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন।

