অবশেষে প্রবাসীর সঙ্গে সংসার পাতলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী

জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী বিয়ের পিঁড়িতে বসেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্প্রতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। দুই পরিবারের ঘনিষ্ঠজনরা এ খবর নিশ্চিত করেছেন।

পড়শী ও নিলয়ের পরিচয় দীর্ঘদিনের। ২০০৮ সালে “ক্ষুদে গানরাজ” প্রতিযোগিতার একই মঞ্চে তারা প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন। নিলয় ২০১০ সাল থেকে তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করছেন। ২০২৪ সালে নিলয়ের পরিবার কিছুদিনের জন্য বাংলাদেশে এলে দুই পরিবারের আলোচনা শেষে তাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

তবে বিয়ে নিয়ে এখনই কোনো আনুষ্ঠানিক ঘোষণা দিতে চান না দুই পরিবারের কেউ। পড়শীর পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, কবে এবং কোথায় বিয়ে হয়েছে, সে বিষয়ে তারা কোনো তথ্য প্রকাশ করতে রাজি নয়।

এদিকে, পড়শী বর্তমানে গান ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার ইউটিউব চ্যানেলে নিয়মিত নতুন গান প্রকাশ করছেন। গেল বছর ইমরানের সঙ্গে তার দ্বৈত গান “কথা একটাই” দারুণ জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি নাটক প্রযোজনার কাজেও হাত দিয়েছেন তিনি। আসন্ন ঈদুল ফিতরে পড়শীর প্রযোজিত নাটক দর্শকদের জন্য মুক্তি পাবে।

Scroll to Top