বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা প্রশমনে আপাতত বেড়া নির্মাণের পরিকল্পনা স্থগিত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (১০ জানুয়ারি) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগর এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয় বিএসএফ। তবে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ উদ্যোগে আপত্তি জানায়। পরদিন মঙ্গলবার ফের বেড়া নির্মাণের চেষ্টা চালানো হলেও পতাকা বৈঠকের পর কাজ বন্ধ করে বিএসএফ।
টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের একজন সিনিয়র কর্মকর্তা জানান, “যেহেতু বেড়া নির্মাণ জরুরি নয়, তাই অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে কাজ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত নির্মাণকাজ শুরু হবে, তবে নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।”
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জের একটি গ্রামে মাটির বাঙ্কার তৈরি করে বিজিবি সদস্যরা পাহারা দিচ্ছেন। স্থানীয় বাসিন্দাদেরও পাহারায় অংশ নিতে দেখা গেছে।
বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত এলাকায় বর্তমানে কোনো উত্তেজনা নেই।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২,২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে, যার প্রায় অর্ধেক অংশে এখনো কোনো বেড়া নেই। মালদার ১৭২ কিলোমিটার সীমান্তের মধ্যে ২৭ কিলোমিটার এলাকাও বেড়াবিহীন।
বিএসএফ কর্মকর্তার দাবি, গত বছর বেড়া নির্মাণ কাজ শুরু হলেও বিরূপ আবহাওয়ার কারণে কিছুদিন তা বন্ধ ছিল। সম্প্রতি কাজ পুনরায় শুরু করলে বিজিবির আপত্তির মুখে পড়তে হয়।