বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক মইনুল ইসলামকে মঙ্গলবার বিমানবন্দরে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বাসায় ফিরে গেছেন, তবে তার স্ত্রী ও সন্তান নির্ধারিত ফ্লাইটে কানাডার উদ্দেশে রওনা দিয়েছেন।
এসবির প্রধান অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল জানিয়েছেন, সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বিদেশ যাচ্ছেন না। বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে গঠিত কমিশন তার সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করায় তাকে আপাতত বিদেশ ভ্রমণ না করতে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে মইনুল ইসলাম বলেন, “কমিশন আমার সঙ্গে কথা বলবে, এটি আমাকে আগে জানানো হয়নি। পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী আজ আমি কানাডা যাচ্ছিলাম। কানাডা যাওয়ার টিকিটটি করা হয়েছিল গত ১ আগস্টে। আমার স্ত্রী ও সন্তান নির্ধারিত ফ্লাইটে কানাডায় গেছেন।”
মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দরে মইনুল ইসলামকে পুলিশ আটক করেছিল।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। বিদ্রোহের পর ৪৮ ঘণ্টার মধ্যেই বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম।
মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন এবং গোয়েন্দা ইউনিট সংযোজনের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন তিনি। পরে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হয়ে সেনাবাহিনী সদর দফতরে জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৫ সালের জুলাইয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পদে নিয়োগ পান মইনুল ইসলাম। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। এর আগে জাতীয় প্রতিরক্ষা কলেজের প্রধান প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।