২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে জানুয়ারির মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) তাদের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ধরনের ছুটি বাতিল করেছে।
মঙ্গলবার এনসিটিবি সচিব শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান জানিয়েছেন, এটি অফিসিয়ালভাবে জানানো হয়েছে এবং ইতোমধ্যে অভ্যন্তরীণ নির্দেশনার মাধ্যমে গত দু’মাস ধরে ছুটি বাতিলের সিদ্ধান্ত কার্যকর রয়েছে। তিনি বলেন, “আশা করছি, সবার সম্মিলিত প্রচেষ্টায় জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে পারবো।”
চেয়ারম্যানসহ বোর্ডের সবাই অতিরিক্ত সময় কাজ করছেন এবং দিন-রাত নিরলস পরিশ্রম করছেন বলে জানানো হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই এবং সরবরাহ তদারকির জন্য মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। এটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ কাজ হওয়ায় বোর্ডের সব কর্মকর্তা-কর্মচারীর (সেসিপ প্রকল্পসহ) নিয়মিত এবং সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
প্রতি বছর সরকারের উদ্যোগে ১ জানুয়ারি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই পৌঁছে দেওয়া হয়। তবে এবছর রাজনৈতিক অস্থিরতার কারণে যথাসময়ে বই ছাপানোর কাজ শুরু করা সম্ভব হয়নি। ফলে শিক্ষার্থীদের হাতে নির্ধারিত সময়ে বই পৌঁছানো নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দেয়।
তবে এনসিটিবি আশ্বস্ত করেছে, জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর লক্ষ্যে তারা দ্রুতগতিতে কাজ করছে।