ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে একটি আবাসিক হোটেলে ধ*র্ষণের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার কলকাতার নিউটাউনের বিধাননগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে শিলং পুলিশ ও বিধাননগর কমিশনারেটের পুলিশ তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করছিলেন অভিযুক্ত ছয় নেতা। শিলংয়ের একটি হোটেলে ধর্ষণের ঘটনা ঘটে, যার পর ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনা প্রকাশ পেলে অভিযুক্তরা কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাটে আত্মগোপন করেন। পরে যৌথ অভিযানে তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়, তবে দুজন এখনো পলাতক।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহ-সভাপতি রিপন, এবং যুবলীগ সদস্য জুয়েল রয়েছেন। পলাতক দুই অভিযুক্ত হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ এবং সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু।
রোববার অভিযুক্তদের বারাসাতের বিশেষ আদালতে তোলা হলেও বিচারক অনুপস্থিত থাকায় ট্রানজিট রিমান্ড ছাড়াই তাদের মেঘালয়ের শিলংয়ে নিয়ে যাওয়া হয়। অভিযানের সময় সুনামগঞ্জের এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও আটক হন। তবে মামলার এজহারে তার নাম না থাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের তদবিরে তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ভারত এবং বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। শিলং পুলিশ মামলাটির তদন্ত চালিয়ে যাচ্ছে এবং পলাতক দুই আসামিকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে।