পোল্ট্রি ব্যবসা বাড়ানোর জন্য ব্যাংক থেকে ঋণ নিতে চেয়েছিলেন এক খামারি। কিন্তু ঋণ তো পাননি, উল্টো ৫৫ হাজার টাকার মুরগি খাওয়াতে হলো ব্যাংকের ম্যানেজারকে।
ভারতের ছত্রিশগড়ের বিলাসপুর জেলার মাস্তুরিতে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী খামারি রুপচাঁদ মনোহর জানান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) মাস্তুরি শাখা থেকে ১২ লাখ রুপি ঋণ নিতে চেয়েছিলেন তিনি। এজন্য ব্যাংকের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেন।
রুপচাঁদ অভিযোগ করেন, ঋণ অনুমোদনের অজুহাতে ম্যানেজার তার কাছ থেকে প্রতি শনিবার দেশি মুরগি চাইতেন। দুই মাস ধরে ম্যানেজারকে ৩৯ হাজার রুপির মুরগি সরবরাহ করেন তিনি। মুরগি কেনার জন্য অন্য গ্রাম থেকেও সংগ্রহ করতে হয়েছে, যার বিল তার কাছে সংরক্ষিত আছে বলে তিনি দাবি করেন।
কিন্তু সময় গড়ানোর পর তিনি বুঝতে পারেন, ম্যানেজারের তার ঋণ অনুমোদনের কোনো ইচ্ছা নেই। শুধু তাকে প্রতারণা করে মুরগি খাওয়ার ফন্দি করেছেন। এমনকি ম্যানেজার খাওয়া মুরগির দাম পরিশোধেও অস্বীকৃতি জানান।
বাধ্য হয়ে রুপচাঁদ মনোহর স্থানীয় সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) অফিসে অভিযোগ করেন। তিনি হুমকি দেন, ম্যানেজারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে তিনি এসবিআই শাখার সামনে অনশন করবেন এবং আত্মহত্যা করবেন।
ঘটনাটি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মুরগির বিল এবং ঋণ প্রক্রিয়ায় হওয়া প্রতারণার অভিযোগ তদন্তাধীন। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন এখন ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।