দেশের প্রভাবশালী ওলামা-মাশায়েখরা দৈনিক প্রথম আলো পত্রিকাকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছয় শতাধিক আলেম-ওলামা এ দাবি তোলেন। তাদের হুঁশিয়ারি, সরকার এ দাবি বাস্তবায়ন না করলে শিগগিরই তারা আন্দোলনে নামবেন।
বিবৃতিতে বলা হয়েছে, প্রথম আলো পত্রিকা দীর্ঘদিন ধরে বাংলাদেশকে জঙ্গি ও ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিত্রিত করার অপচেষ্টা চালাচ্ছে। ধর্মীয় শিক্ষা, আলেম-ওলামার কর্মসূচি ও মুসলিম জনগোষ্ঠীকে নেতিবাচকভাবে উপস্থাপন করাই তাদের লক্ষ্য।
তারা অভিযোগ করেছেন, প্রথম আলো বিদেশি এজেন্ডা বাস্তবায়নে সক্রিয়, বিশেষ করে মুসলিম জনসংখ্যা রোধ, অশ্লীলতার প্রসার এবং পারিবারিক কাঠামো ভেঙে দেওয়ার জন্য নানামুখী প্রচারণা চালিয়ে আসছে। পাশাপাশি, কলকাতাকেন্দ্রিক ভাষা ও সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টায় মুসলিম বাংলার প্রচলিত ভাষা বিকৃত করার অভিযোগও তোলা হয়েছে।
আলেম-ওলামারা আরও বলেছেন, মাদরাসা শিক্ষার বিরুদ্ধে অপপ্রচার চালানো এবং ইসলামবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এই পত্রিকা ইসলাম, দেশ এবং মুসলিম জনগোষ্ঠীর জন্য ক্ষতিকর।
বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, “প্রথম আলো নিষিদ্ধ না হলে, দেশ ও ইসলামের স্বার্থে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো।”
বিবৃতি স্বাক্ষরকারী উল্লেখযোগ্য আলেমদের মধ্যে রয়েছেন— আল্লামা সিদ্দিকুর রহমান ইসলামাবাদী, মুফতী রফিকুন্নবী কাসেমী, মুফতী আবদুল জলিল ফরাজী, আল্লামা আজিজুল্লাহ জালালাবাদী, এবং আরও অনেক প্রভাবশালী ওলামা-মাশায়েখ।
এই পরিস্থিতিতে প্রথম আলো এবং সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আলেম-ওলামাদের এ দাবি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।