ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে স্ত্রীর ভারতীয় শাড়ি রাস্তায় ফেলে পুড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত ‘দেশীয় পণ্য, কিনে হও ধন্য’ শীর্ষক এক সভায় এ ঘটনা ঘটে। রিজভীর সঙ্গে তার দলের নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। এ সময় তিনি সবাইকে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানান।
রিজভী বলেন, “ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে। আমরা একবেলা খেয়ে থাকব, তবুও মাথা নত করব না।” তিনি আরও অভিযোগ করেন, “ভারত শেখ হাসিনার মতো সরকারকে সমর্থন করে, যারা গুম, খুন এবং ছাত্রদের রক্তে রাজপথ ভাসিয়েছে। অথচ তারা বাংলাদেশকে প্রকৃত অর্থে পছন্দ করে না।”
স্বাধীনতার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “ভারত এমন অনেক জাতিকে পদানত করে রেখেছে যারা স্বাধীনতা চায়। কিন্তু বাংলাদেশকে সেই পথে আনার চেষ্টা করবেন না। কোটি কোটি বাঙালি ভারতের এই আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”
সভায় তিনি দেশীয় পণ্যের ব্যবহার বাড়িয়ে ভারতের ওপর নির্ভরশীলতা কমানোর আহ্বান জানান। এ ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে জাতীয় স্বাভিমানের বার্তা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।