রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) থেরাপি নিতে গিয়ে শিক্ষার্থীদের হামলার শিকার হয়েছেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমাম।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে। উপস্থিত আহত শিক্ষার্থীরা তাদের দেখে ক্ষিপ্ত হয়ে “সন্ত্রাসী” ও “ছাত্র হত্যাকারী” বলে চিৎকার করতে থাকেন এবং পরে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন।
বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের ওপর হামলা হয়েছে, তবে গুরুতর আহত হননি। তাদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. শেখ ফরহাদ জানান, থেরাপি নেওয়ার সময় আহত শিক্ষার্থীরা তাদের চিনে ফেলে ক্ষোভ প্রকাশ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতালের কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর বেইলি রোডের নওরাটন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করা হয় এবং তানভীর ইমামকে ১৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে আটক করা হয়। তাদের দুজনকেই কারাগারে প্রেরণ করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে বিএসএমএমইউর নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।