Sunday , November 24 2024
Breaking News
Home / International / চীনা কারাগার থেকে পালালেন উ. কোরিয়া নাগরিক, ভিডিও সাড়া ফেললো অনলাইনে (ভিডিওসহ)

চীনা কারাগার থেকে পালালেন উ. কোরিয়া নাগরিক, ভিডিও সাড়া ফেললো অনলাইনে (ভিডিওসহ)

গোটা পৃথিবী জুড়ে অসংখ্য দেশ রয়েছে। এবং প্রত্যেকটি দেশেই অপরাধ দমনে নানা ধরনের আইন-কানুনের প্রচলন রয়েছে। বিভিন্ন অপরাধের জন্য অপরাধীদের শাস্তির জন্য কা/রা/গা/রেরও ব্যবস্থা রয়েছে। তবে সম্প্রতি কঠোর নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে চীনের একটি কা/রা/গা/র থেকে পালিয়ে গেছেন এক উত্তর কোরীয় নাগরিক ঝু জিনজিয়ান। পালিয়ে যাওয়ার ভিডিও ফুটেজটি উঠে এসেছে প্রকাশ্যে। ২০১৩ সালে অবৈধভাবে চীনে প্রবেশ ও ডা/কা/তির অভিযোগে তিনি গ্রেফতার হয়েছিলেন।

যেন সিনেমার কোনো দৃশ্য। চীনের কারা/গা/রের কঠোর নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে পালালেন এক উত্তর কোরীয় নাগরিক। পালানোর ৪০ দিন পর আবার আটক করা হয়েছে ৩৯ বছর বয়সী ঝু জিয়ানজিয়ানকে। প্রায় দেড় মাস আগে জিয়ানজিয়ানের পালানোর ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সম্প্রতি। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, মাত্র ৪০ সেকেন্ডে কারা/গা/রের দেয়াল বেয়ে ছাদে উঠে যান ঝু। ইলেকট্রিক তারের বেড়া দিয়ে ঘেরা ছিল ছাদ। কয়েকবারের চেষ্টায় সেটাও পার হয়ে লাফিয়ে পড়েন নিচে। কিছু সময়ের জন্য পড়ে থাকার পর আবার শুরু করেন দৌঁড়। পালিয়ে যান কমপাউন্ডের বাইরে। এদিকে ঝুয়ের খোঁজ দেয়ার জন্য ৭ লাখ ইউয়ান পুরস্কার ঘোষণা করেছিল চীনের পু/লি/শ। ২০১৩ সালে অবৈধভাবে উত্তর কোরিয়া থেকে চীনে প্রবেশ ও ডাকাতির ঘটনায় ১১ বছরের সাজাপ্রাপ্ত ঝু।

এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য নানা নিয়ম-কানুন রয়েছে।তবে এই নিয়ম-কানুন অমান্য করে প্রায় সময় অনেক দেশের অনেক নাগরিক এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমিয়ে থাকে। তবে এক্ষেত্রে এই সকল ব্যক্তিরা শাস্তির সম্মুখীন হয়ে থাকে।

About

Check Also

বাংলাদেশ নিয়ে ভারতীয় সাংবাদিকের অভিযোগ, যা বলল যুক্তরাষ্ট্র

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে ভারতীয় মিডিয়া এবং সাংবাদিকদের পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন দাবি তোলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *