প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম এবং কম্বোডিয়া ভ্রমণ নিয়ে বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা দিয়েছে।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, প্রবাসী কিছু অসাধু ব্যক্তি এবং এসব দেশের স্ক্যাম প্রতিষ্ঠানগুলো বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়ে অনলাইন প্ল্যাটফর্মে (যেমন ভুয়া ওয়েবসাইট, ই-মেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম) বিজ্ঞাপন প্রচার করছে। তারা কম্পিউটার অপারেটর, টাইপিস্ট বা কল সেন্টার অপারেটরের মতো পদের জন্য আকর্ষণীয় বেতনের প্রতিশ্রুতি দিচ্ছে।
স্ক্যাম সেন্টারগুলো প্রতারণার ফাঁদে ফেলে বাংলাদেশিদের অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক স্ক্যাম কর্মকাণ্ডে ব্যবহার করছে। মিয়ানমার ও কম্বোডিয়ায় এমন স্ক্যাম সেন্টার থেকে মুক্তিপ্রাপ্ত কিছু বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা চলছে।
সাইবার স্ক্যাম মোকাবিলায় থাইল্যান্ড ও মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস এনজিও এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। বিদেশে চাকরির জন্য গমনেচ্ছু বাংলাদেশিদের এসব দেশে কম্পিউটার অপারেটর সংক্রান্ত চাকরির প্রস্তাবে আরও সতর্ক হতে বলা হয়েছে। প্রয়োজনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে নিয়োগ প্রতিষ্ঠানের তথ্য যাচাইয়ের অনুরোধ করা হয়েছে।
এছাড়া, স্ক্যাম চক্রগুলো ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে বিভিন্ন দেশে আর্থিক প্রতারণা চালাচ্ছে। বাংলাদেশিসহ ভুক্তভোগীদের ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে অর্থ লেনদেন করে প্রতারণা করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়া ব্যবহারে দেশে-বিদেশে বসবাসরত বাংলাদেশিদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।