সংস্কার ছাড়াই ক্ষমতা চান, আমার হাত ও ১৬০০ শহিদ ভাইয়ের জীবন ফিরিয়ে দিন

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিজের হাত হারানো আরজে আতিকুল গাজী কড়া ভাষায় বলেছেন, “আপনারা যদি সংস্কার ছাড়াই ক্ষমতা চান, তবে আমার ১৬০০ শহীদ ভাইয়ের জীবন ফিরিয়ে দিন। আমার ২২ হাজার আহত ভাইয়ের সুস্থ জীবন ফিরিয়ে দিন, আর আমার হারানো হাত ফিরিয়ে দিন।”

বুধবার নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করা এক বার্তায় তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশে এই মন্তব্য করেন। তার এই পোস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে শেয়ার করেছেন।

এর আগে আহত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় আতিকুল গাজী বলেছিলেন, “আমি আবেগ নয়, বিবেক দিয়ে বলছি। আপনারা কী ভাবছেন, ভয় পেয়েছি? না, আমি ভয় পাওয়ার ছেলে না। আমাদের ডাক দিয়ে দেখেন, আমরা আবারও মাঠে নামতে প্রস্তুত। হয়তো এক হাত চলে গেছে, তাতে কী? এখনো জীবন আছে, লড়াইয়ের জন্য প্রস্তুত আছি।”

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঐতিহাসিক ৯ দফার ঘোষক ও সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, “হাসিনা গেছে যে পথে, তার পুনর্বাসনকারীরাও যাবে একই পথে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আরও জানান, “ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার চেষ্টা জনগণের মুক্তির আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা। যারা আওয়ামী পুনর্বাসনের উদ্যোগ নেবে, ইতিহাস তাদের গণশত্রু হিসেবে চিহ্নিত করবে।”

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে যারা গণমানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায়, তারা ২৪–পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবিতে একমত হওয়া ছাড়া আওয়ামী লীগ নিয়ে কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না।”


হাসিনার পক্ষে স্ট্যাটাস’, শিল্পীদের একহাত নিলেন ফারুকী

দেশের অন্যতম প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সবসময় সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সরব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই তিনি একাধিক পোস্টের মাধ্যমে ছাত্রদের প্রতি সমর্থন জানিয়েছেন। বর্তমানে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা এই নির্মাতা বুধবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন, যা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

ফেসবুক পোস্টে ফারুকী লেখেন, শিল্পী সাহিত্যিকদের মধ্যে যারা এখনও খুনী হাসিনার পক্ষে কুরুচিপূর্ণ ভাষায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষশক্তিকে হত্যার উস্কানী দিচ্ছেন তাদেরকে নিন্দা জানানোর ভাষা আমার নাই।

হিটলারের কালে জন্ম হলে আপনারা নাজি হতেন উল্লেখ করে তিনি বলেন, আমি জানিনা শিল্পী দাবি করা একজন মানুষ কি করে আরেকজন মানুষের হত্যাযজ্ঞ লাইভ দেখার ইচ্ছা পোষণ করে। শেইম, হিটলারের কালে জন্ম হইলে আপনারা হইতেন নাজি। অনেকেই মোস্তফা সরয়ার ফারুকীর সেই পোস্টের সঙ্গে সহমত জানিয়েছেন কমেন্ট বক্সে।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকেই মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে। তার অতীতের বিভিন্ন ফেসবুক পোস্ট এবং আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তবে এসব বিষয়ে তিনি একাধিকবার নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন।