হাসিনার পক্ষে স্ট্যাটাস’, শিল্পীদের একহাত নিলেন ফারুকী

দেশের অন্যতম প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সবসময় সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সরব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই তিনি একাধিক পোস্টের মাধ্যমে ছাত্রদের প্রতি সমর্থন জানিয়েছেন। বর্তমানে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা এই নির্মাতা বুধবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন, যা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

ফেসবুক পোস্টে ফারুকী লেখেন, শিল্পী সাহিত্যিকদের মধ্যে যারা এখনও খুনী হাসিনার পক্ষে কুরুচিপূর্ণ ভাষায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষশক্তিকে হত্যার উস্কানী দিচ্ছেন তাদেরকে নিন্দা জানানোর ভাষা আমার নাই।

হিটলারের কালে জন্ম হলে আপনারা নাজি হতেন উল্লেখ করে তিনি বলেন, আমি জানিনা শিল্পী দাবি করা একজন মানুষ কি করে আরেকজন মানুষের হত্যাযজ্ঞ লাইভ দেখার ইচ্ছা পোষণ করে। শেইম, হিটলারের কালে জন্ম হইলে আপনারা হইতেন নাজি। অনেকেই মোস্তফা সরয়ার ফারুকীর সেই পোস্টের সঙ্গে সহমত জানিয়েছেন কমেন্ট বক্সে।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকেই মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে। তার অতীতের বিভিন্ন ফেসবুক পোস্ট এবং আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তবে এসব বিষয়ে তিনি একাধিকবার নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন।

Scroll to Top