বেক্সিমকো গ্রুপের কর্ণধার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কারাগারে থেকেও মোবাইল ফোনের মাধ্যমে তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, মোবাইল ফোনে তিনি শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং ইন্টারনেট সংযোগ ব্যবহার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
সূত্র জানায়, কারাগারের ভেতর মোবাইল ফোন ব্যবহারের কোনো সুযোগ না থাকার কথা থাকলেও, অসাধু কারারক্ষীদের সহযোগিতায় সালমান এফ রহমান মোবাইল ফোন ব্যবহার করছেন। তার মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ থাকায় দেশ-বিদেশে যোগাযোগে কোনো অসুবিধা হচ্ছে না।
তবে কারা কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে। আইজি প্রিজনস ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেছেন, “কারাগারের ভেতর থেকে মোবাইল ফোন ব্যবহারের কোনো সুযোগ নেই। যেখানে সালমান এফ রহমানকে রাখা হয়েছে, সেখানে জ্যামার বসানো আছে। তবে অভিযোগটি খতিয়ে দেখা হবে।”
বিশেষজ্ঞদের মতে, কারাগারে প্রভাবশালী বন্দিরা অসাধু কারারক্ষীদের মোটা অঙ্কের টাকা দিয়ে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ নেন। সাবেক ডিআইজি প্রিজনস মেজর (অব.) সামছুল হায়দার ছিদ্দিকী বলেন, “কারা কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো এবং প্রভাবশালী বন্দিদের রুম নিয়মিত বদলানো প্রয়োজন। কারারক্ষীরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
উল্লেখ্য, অতীতেও কারাগারে বসে মোবাইল ফোন ব্যবহার করে অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। ২০২১ সালে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের কারাগারে বসে জুম মিটিং করার ঘটনা প্রকাশ পায়। এরপর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
সম্প্রতি, সিআইডির অনুসন্ধানে জানা গেছে, রপ্তানি বাণিজ্যের আড়ালে প্রায় এক হাজার কোটি টাকা পাচারের অভিযোগে সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া কারাগারের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী আইজি প্রিজনসের অগোচরে অনৈতিক বাণিজ্য চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।