Saturday , November 23 2024
Breaking News
Home / Countrywide / ফের প্রফাইল লাল করলেন হাসনাত আব্দুল্লাহ, তাহলে কি ফের উত্তাল হবে দেশ

ফের প্রফাইল লাল করলেন হাসনাত আব্দুল্লাহ, তাহলে কি ফের উত্তাল হবে দেশ

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক প্রোফাইলের ছবি লাল রঙে পরিবর্তন করে প্রতিবাদে অংশগ্রহণ করেছেন। সোমবার (১১ নভেম্বর) রাত ১০টা ৫২ মিনিটে প্রোফাইল পিকচার পরিবর্তন করে তিনি লিখেন, “শেষ হয়নি যুদ্ধ।”

এর আগে ছাত্র-জনতার ওপর নিপীড়ন এবং হত্যার প্রতিবাদে হাসনাতসহ আন্দোলনের সমন্বয়কারীরা প্রোফাইল ছবি লাল করেছিলেন। তাদের অনুপ্রেরণায় সাধারণ মানুষও প্রোফাইল ছবি পরিবর্তন করে আন্দোলনের প্রতি সমর্থন জানান।

আজ নতুন করে প্রোফাইল ছবি পরিবর্তন করে হাসনাত লিখেন, “সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ১৩৪ শে জুলাই, ২০২৪।”

এর ঠিক আগে, উপদেষ্টা পরিষদে শেখ বশিরউদ্দিন ও মোস্তফা সরয়ার ফারুকীর অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনা করে একটি পোস্ট করেন তিনি। হাসনাত সেখানে লেখেন, ‘বশির-ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেফতার করার ঘটনা চরম ফাইজলামি। এগুলা ভণ্ডামি। আপনেরা হাসিনা হয়ে উঠার চেষ্টা কইরেন না। হাসিনারেই থোরাই কেয়ার করছি, উৎখাত করছি। আপনেরা কোন হনু হইছেন?’

এর আগে চট্টগ্রামে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করার প্রতিবাদে ‘তাওহিদি ছাত্র জনতা’ একটি সভা আয়োজন করে। সভা চলাকালে পুলিশ পাঁচ জনকে আটক করে, যার মধ্যে শিবলী নোমান, ওসামা, মবিন, ও তওকীরের নাম জানা গেছে।

About Nasimul Islam

Check Also

খেজুর-পেঁয়াজ নিয়ে আসা জাহাজ কেন বাধা দিবো: স্বরাষ্ট্র উপদেষ্টা

পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম মিথ্যা প্রচারের ক্ষেত্রে এগিয়ে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *