বাগেরহাটের মোরেলগঞ্জে একই স্থানে বিএনপির দুই গ্রুপের সভা আহ্বান করায় সভাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকেল চারটায় সন্ন্যাসী বাজারের মিজান মার্কেটের সামনে খৈলিয়া ইউনিয়ন বিএনপির বর্তমান আহ্বায়ক অ্যাড. আবদুস সালাম ও সাবেক সভাপতি সেলিম হাওলাদার সভার আয়োজন করেন।
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ কর্মসূচি দেয়া হয় বলে জানা গেছে। তবে দুই পক্ষ একই স্থানে বৈঠক ডাকলে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে। পরিস্থিতি শান্ত রাখতে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রাখতে সন্ন্যাসী বাজার ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

