রাজধানীর মিরপুরের কচুক্ষেত এলাকায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে আন্দোলনরত পোশাক শ্রমিকরা সেনাবাহিনীর একটি গাড়ি ও পুলিশের একটি লেগুনায় আগুন দেয়। এ ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কচুক্ষেত এলাকায় শ্রমিকদের আন্দোলনের জেরে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, যেখানে যান চলাচলও সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সংঘর্ষে আল আমিন ও রুমা বেগম নামের দুই শ্রমিক গুলিবিদ্ধ হন, যাদেরকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শ্রমিকরা তাদের দাবিতে মিরপুর-১৪ নম্বর সড়কে বিক্ষোভ শুরু করেন এবং সড়ক অবরোধের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের শান্ত করতে এলে শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন, এতে পুলিশ পাল্টা লাঠিচার্জ করে। পরিস্থিতি উত্তপ্ত হলে তারা সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ভাষানটেক থানার ওসি শাহ মোহাম্মদ ফয়সাল জানান, সকাল থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অবস্থান ছিল। তবে হঠাৎ শ্রমিকরা পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।