সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন ও তার পরিপ্রেক্ষিতে ঘটে যাওয়া বিক্ষোভের মাঝে, সামাজিক মাধ্যমে “কর্নেল অলি আহমেদ বীর বিক্রম নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন” শীর্ষক একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়ে। এই দাবিটি চ্যানেল আইয়ের লোগো সম্বলিত একটি ফটোকার্ডের মাধ্যমে প্রচার করা হয়, যা অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভ্রান্তি সৃষ্টি করে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, চ্যানেল আই থেকে এ ধরনের কোনো সংবাদ প্রচারিত হয়নি। ভুয়া ফটোকার্ডটি ডিজিটালভাবে তৈরি করা হয়েছে এবং চ্যানেল আইয়ের লোগো ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। ফটোকার্ডটির ফন্ট ও অন্যান্য উপাদান চ্যানেল আইয়ের আসল ফটোকার্ড থেকে ভিন্ন।
এছাড়াও, চ্যানেল আইয়ের ভেরিফাইড ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এমন কোনো তথ্য পাওয়া যায়নি যা কর্নেল অলির নতুন রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনার পক্ষে কথা বলে। মূলধারার কোনো গণমাধ্যমেও এ ধরনের সংবাদ প্রচারিত হয়নি।
সুতরাং, কর্নেল অলি আহমেদকে নতুন রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করে ছড়ানো ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন।