মিল্টন সামাদারের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আবার চালু হচ্ছে। আশ্রয়ের নামে অসহায়দের প্রতারণাসহ নানা অভিযোগে অভিযুক্ত মিল্টন সমাদ্দার তার প্রতিষ্ঠান পুনরায় খোলার ঘোষণা দিয়েছেন।
সম্প্রতি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডেশন নামে একটি নতুন ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি বলেন, দীর্ঘ চার মাস বিরতির পর আগামী ১ অক্টোবর থেকে শিশু ও বৃদ্ধাশ্রমের কার্যক্রম আবার শুরু হবে। যে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার দেশের সর্ববৃহৎ রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত, অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা, প্রতিবন্ধী শিশু ও গর্ভবতী পাগলী বোনদের নিরাপদ আশ্রয় কেন্দ্র।
গত কয়েক মাস ধরে প্রতিষ্ঠানটি বন্ধের কারণ হিসেবে তিনি কিছু দুর্বৃত্তকে দায়ী করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করে প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করার চেষ্টা করা হয়েছে। সমস্ত ষড়যন্ত্র এবং বাধা অতিক্রম করে, সকল ষড়যন্ত্র এবং বাঁধা অতিক্রম করে আগামী ১লা অক্টোবর ২০২৪ইং থেকে পুনরায় কার্যক্রম শুরু করতে সক্ষম হবে।
মিল্টন সামাদারের মতে, তার ব্যক্তিগত আইডি এবং ফেইসবুক পেইজসহ তার অধীনে যতগুলো ফেসবুক পেইজ ছিল সেগুলো হ্যাক করেছে। পূর্বের ফেসবুক পেইজগুলোতে আমরা আমাদের কার্যক্রমের আপডেট দিতে পারছি না। আমাদের টেকনিক্যাল টিম আমাদের সবগুলো ফেসবুক আইডি ও পেইজ ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। আশা করি খুব শীঘ্রই আমরা আমাদের পূর্বের পেইজগুলো এক্সেস পেয়ে যাবো ইনশা আল্লাহ।
গত ১০ বছর ধরে, এটি রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত, অসহায়, পরিবার-নিপীড়িত মানুষদের নিরাপদ আশ্রয় দেওয়ার পাশাপাশি চিকিৎসা, পরিচর্যা ও পুনর্বাসনের ব্যবস্থা করে আসছে। সকলের সহযোগিতায় সংগঠনটিকে আবারও অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।