ঢাকা মেডিকেল কলেজ (ডিএমএইচ) হাসপাতালের চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে সঞ্জয় পাল জয় নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে তিনি বলেন, “ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িত সঞ্জয় পাল জয়কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, এরআগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতকারীদের বিচারের দাবিতে সারাদেশে কর্মবিরতি ঘোষণা করেছেন চিকিৎসকরা।
রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে তারা এ ঘোষণা দেন।
চিকিৎসকরা বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার ও হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দুই দফা দাবি না মানায় এর সঙ্গে আরও ৬ দফা দাবি যুক্ত করেন তারা।
কর্মসূচি নিয়ে দুপুর ২টার পর ব্রিফ করা হবে বলে জানান চিকিৎসকরা।
এর আগে হামলার বিচারের দাবিতে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে সকাল থেকে চিকিৎসা সেবা বন্ধ করে দেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা।
চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যুর ঘটনায় গতকাল (৩১ আগস্ট) অজ্ঞাত কয়েকজন যুবক নিউরোসার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধর করে। এ ঘটনায় চিকিৎসকরা সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। অন্যথায় ২৪ ঘণ্টা পর ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেন তারা।
তবে আল্টিমেটাম শেষ হওয়ার আগেই ধর্মঘটে যান চিকিৎসকরা।