ভারতে পালাতে ৪৫ হাজারে চুক্তি: ১১ বাংলাদেশীকে সুন্দরবনে রেখে গেল দালাল

বাংলাদেশ থেকে পালিয়ে সুন্দরবনের জঙ্গলে আশ্রয়! টহলদারি চালাতে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বন দফতরের কর্মীদের হাতে ধরা পড়েছে পাঁচ শিশুসহ ১১ জন। তাদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ রয়েছেন। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাদের আলিপুর আদালতে পেশ করা হয়।

জানা গেছে, তাদের সবার বাড়ি বাংলাদেশের খুলনায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর তারা পালানোর সিদ্ধান্ত নেন। অভিযোগ করে তারা জানিয়েছেন, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে দেশ ছাড়তে বাধ্য হন তারা। ভারতে আসতে চেয়ে এক দালালের শরণাপন্ন হন তারা।

গ্রেফতার হওয়া এক বাংলাদেশি নারী অভিযোগ করে বলে, দালালের সঙ্গে ৪৫ হাজার টাকার চুক্তি হয়েছে কিন্তু তাদের ওপারে নিয়ে আসার পর দালাল তাদের জঙ্গলে ফেলে পালিয়ে যায়।

অবশেষে টহলরত অবস্থায় বন বিভাগের কর্মীদের নজরে আসে তারা। তাদের সবাইকে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।

Scroll to Top