ধোঁয়া আর বারুদের গন্ধে উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জ্যাব) কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। শিক্ষার্থীরাও ইটপাটকেল নিক্ষেপ করছে। তারা হল ত্যাগ না করার বিষয়ে অনড়। ক্যাম্পাসের বাইরে অবস্থান করছে বিজিবি।

আজ বুধবার বিকেল সোয়া ৫টা থেকে জবির শহীদ মিনারের পাশের সড়কে পুলিশি তৎপরতা শুরু হয়। এর আগে দুপুর ১২টা থেকে পুলিশ ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনের রাস্তা থেকে শুরু করে পদার্থ বিজ্ঞান বিভাগের সামনের প্রধান সড়ক ও শহীদ মিনার এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়া চলছে।

এর আগে জবিতে সিন্ডিকেট বৈঠকের পর অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা ও হল খালি করার নির্দেশে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় পুলিশ সদস্যদের সামনে ও পেছনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে জাবির প্রধান ফটকে ৬ প্লাটুন বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাভার উপজেলা প্রশাসনও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের হল ছাড়ার অনুরোধ করেছে। তবে শিক্ষার্থীরা দাবি আদায়ে হল ত্যাগ না করার বিষয়ে অনড়।

Scroll to Top