সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে উত্তাল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। চলমান ‘বাংলা অবরোধ’ আন্দোলনে অংশ নিয়ে পুলিশের বাধা উপেক্ষা করে বৃহস্পতিবার (১১ জুলাই) মহাসড়কে অবস্থান নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এদিন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।
এসময় পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ভুলভাবে কাঁদানে গ্যাস ছুড়লে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।