Tuesday , December 24 2024
Breaking News
Home / Entertainment / জিএম ফুরুখ আর নেই

জিএম ফুরুখ আর নেই

যুক্তরাজ্যের লন্ডনে অসতর্ক গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি নাট্যকার জিএম ফুরুখ। শনিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ইলফোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লন্ডন প্রবাসী আরেক অভিনেতা স্বাধীন খসরু বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার জিএম ফুরুখের সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনেতা স্বাধীন খসরু লিখেছেন, প্রতিদিন জন্মসংবাদের চেয়ে মৃত্যুর খবর বেশি পাই! প্রিয় ছোট ভাই নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা জিএম ফুররুখ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রয়্যাল লন্ডন হাসপাতালে নিয়ে যান। প্রায় চার ঘণ্টা অস্ত্রোপচারের পরও তাকে বাঁচানো যায়নি।

অভিনেতা আরও বলেন, জিএম ফুরুখ অন্য একটি গাড়ির ধাক্কায় অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান।

তিনি দীর্ঘদিন লন্ডনে বসবাস করছিলেন। সেখানে তিনি বেশ কিছু স্থানীয় নাটকও নির্মাণ করেন। তবে তার প্রযোজনায় সিলেটের আঞ্চলিক ভাষায় কিছু নাটক জনপ্রিয়তা পায়। তিনি ‘স্বপ্নের বিলাত’, ‘লাল পাসপোর্ট’, ‘পার্টনার’, ‘ভীমরতি’, ‘ঘাম’, ‘স্বপ্ন ডাকাত’, ‘ব্রাদার্স হাউস’, ‘হরেক রাখোক ভোলাবাসা’সহ বেশ কিছু নাটক নির্মাণ করেছেন।

About Babu

Check Also

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার দাম্পত্যে ভাঙনের সুর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *