ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। চলতি বছরের মাঝামাঝি স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। বিচ্ছেদের ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একাকীত্ব নিয়ে পোস্ট করছেন এই দম্পতি। নিজের নামও পাল্টেছেন মাহি। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
২০১২ সালে এই অভিনেত্রী চলচ্চিত্র জগতে প্রবেশ করেন এবং পরবর্তীতে শারমিন নিপা থেকে মাহিয়া মাহি নামে পরিচিত হন। গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করার পর নিজের নাম রাখেন মাহিয়া মাহি সরকার। সম্প্রতি তার সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পর সংযুক্ত (সরকার) পদবী বদলে ফেললেন এই নায়িকা।
গত ১৬ ফেব্রুয়ারি ভিডিও বার্তায় মাহি বলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রাকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।
মাহিয়া মাহি ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন। এটি ছিল মাহি ও রাকিবের দ্বিতীয় বিয়ে। এর আগেও ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন তিনি। কয়েক বছর পর সংসার ভেঙে যায়। এরপর রাকিব সরকারের গলায় মালা পরিয়ে দেন অভিনেত্রী। তাদের বিয়ের এক বছর পর একটি ছেলের জন্ম হয়। যার নাম ফারিশ।